প্রতিষ্ঠাতা সদস্যের বাণী
প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্যতম ধাপ হচ্ছে কলেজ। আর শিক্ষার এই ধাপ বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে কলেজ প্রতিষ্ঠার পর হইতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে জালাল উদ্দিন কলেজ। এই পথ চলায় আমাদের বর্তমানের সঙ্গী হয়ে আছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বেগমগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ। যিনি প্রতিষ্ঠানটির আধুনিকায়নে সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছেন। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আমাদের সরকারও বিষয়টি উপলব্ধি করে ভিশন ২০২১ ঘোষনা করেছে যার উদ্দেশ্য সবার কাছে তথ্যসেবা পোঁছে দেয়া। ভিশন ২০২১ বাস্তবায়নে সবার আগে প্রয়োজন স্কুল, কলেজে তথ্য প্রযুক্তির শিক্ষা।
সেই ধারাবাহিকতায় জালাল উদ্দিন কলেজ মাননীয় সাংসদ মামুনুর রশীদ কিরণ এর তত্ত্বাবধানে, শিক্ষকদের চেষ্টায় ICT তে শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে। সেই পথ ধরেই শুরু হয়েছে কলেজের ডিজিটালাইজেশন, চালু হয়েছে কলেজের নিজস্ব ওয়েবসাইট, যার মাধ্যমে শিক্ষার্থীরা কলেজ সম্পর্কে সমুহ ধারনা পাচ্ছে। আমি জালাল উদ্দিন কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সেই সাথে জালাল উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব শামছুদ্দিন আহামাদ স্যার সহ জালাল উদ্দিন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী বৃন্দ ও পরিচালনা পর্ষদের সন্মানিত সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের অনুপ্রেরণা ও সার্বিক প্রচেষ্ঠায় জালাল উদ্দিন কলেজ এর অগ্রযাত্রা সমুন্নত রয়েছে। যশোর ও কুমিল্লা বোর্ড এর সাবেক চেয়ারম্যান ও জালাল উদ্দিন কলেজ এর সাবেক অধ্যক্ষ মরহুম এ, কে, মোহাম্মদ উল্লাহ স্যার ও জালাল উদ্দিন কলেজের দাতা সদস্য মরহুম ফিরোজ উদ্দিন আহমেদ, কলেজের সহকারী অধ্যাপক মরহুম মহিউদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মরহুম বেলাল উদ্দিন আহমেদ এবং সড়ক দূর্ঘটনায় নিহত প্রভাষক নাছিমুল হক চৌধুরী’র প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক তাদের আত্মার শান্তি কামনা করছি। পরিশেষে আমি জালাল উদ্দিন কলেজ এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মরহুম জালাল উদ্দিন আহমেদ এর আত্নার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা যেন যুগ যুগ ধরে মানুষের মাঝে তাঁকে বাচিঁয়ে রাখেন, তাঁর কীর্তি বাচিঁয়ে রাখেন।
ফরহাদ উদ্দিন আহমেদ বাবু
প্রতিষ্ঠাতা সদস্য
গভর্নিং বডি
জালাল উদ্দিন কলেজ
বেগমগঞ্জ, নোয়াখালী।
Download PDF